9th June 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th June 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th June 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th June 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- সুরিনাম

2. বিশ্বের 2য় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারীর শিরোপা অর্জন করলো কোন দেশ?

উত্তর:- ভারত

3. সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর-জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:-  জনার্দন প্রসাদ

4. ন্যাটোর সর্বকালের বৃহত্তম বিমান মহড়া “এয়ার ডিফেন্ডার 2023″র আয়োজক দেশ কোনটি?

উত্তর:- জার্মানি

5. সম্প্রতি প্রকাশিত “The Power of One Thought: Master Your Mind” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- বি.কে. শিবানী

6. সম্প্রতি “Spanish Grand Prix 2023” জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?

উত্তর:- Max Verstappen.

7. সম্প্রতি প্রকাশিত “NIRF Rankings 2023” -এ প্রথম অধিকার করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর:- IIT Madras.

8. তামিলনাড়ু প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে?

উত্তর:- Muthamizh Selvi (মুথামিজ সেলভি)

9. “IUCN World Conservation Congress 2025” আয়োজক দেশ কোনটি?

উত্তর:: সংযুক্ত আরব আমিরাত (UAE)

10. সম্প্রতি কোন কোম্পানি ভারতে ডায়াবেটিক রোগীদের জন্য বীমা পরিষেবা চালু করেছে?

উত্তর:- Bajaj Allianz.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।