9th July 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th July 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th July 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th July 2023 Current Affairs in Bengali Quiz | 9th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. FIH হকি প্রো লিগ 2022/23 মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

উত্তর:- নেদারল্যান্ডস

2. ইলেক্টোরাল কর্পোরেশনের জন্য ভারত কোন দেশের সাথে MoU স্বাক্ষর করেছে?

উত্তর:- পানামা

3. কোন শহর ‘স্টার্টআপ 20 শিখর সামিট’ আয়োজন করেছে?

উত্তর:- গুরগাঁও

4. কোন কে ভারতকে গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (GCRG) এর চ্যাম্পিয়ন্স গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে?

উত্তর:- জাতিসংঘ (United Nations).

5. সম্প্রতি ভারতে “Lloyds Technology Centre” -এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সিরিশা ভোরুগান্টি

6. স্পোর্টস গিয়ার কোম্পানি “Asics India Private Limited” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

7. সাইবার সিকিউরিটি কোম্পানী “Quick Heal” -এর CEO পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বিশাল সালভি

8. সম্প্রতি প্রকাশিত “Colours of devotion” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- অনিতা ভরত শাহ

9. সম্প্রতি কোন রাজ্যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছে?

উত্তর:- জম্মু-কাশ্মীর

10. সম্প্রতি ‘Threads’ নামে মাইক্রোব্লগিং অ্যাপ লঞ্চ করছে কোন কোম্পানি?

উত্তর:- Meta.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।