9th August 2023 Current Affairs in Bengali Quiz | 9th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th August 2023 Current Affairs in Bengali Quiz | 9th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th August 2023 Current Affairs in Bengali Quiz | 9th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

9th August 2023 Current Affairs in Bengali Quiz | 9th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন সরকার ‘ওয়াটার ট্যুরিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস পলিসি, 2023’ অনুমোদন করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

2. UNESCO বিপদগ্রস্ত বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের তালিকায় কোন শহরকে যুক্ত করার পরামর্শ দিয়েছে?

উত্তর:- ভেনিস

3. 2023 অর্থবছরে, সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যাঙ্কের CEO-দের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন কে?

উত্তর:- HDFC ব্যাঙ্কের CEO শশীধর জগদীশান (বেতন- 10.55 কোটি টাকা)

4. ‘FALCON Shield-2023’ নামক একটি সামরিক মহড়ায় কোন দুটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর:- চীন ও সংযুক্ত আরব আমিরাত

5. কোন ভারতীয়-আমেরিকানকে টেসলার নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- বৈভব তানেজা (Vaibhav Taneja)

6. কে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে T20I ক্রিকেটে ফিফটি করেছেন?

উত্তর:- তিলক ভার্মা (Tilak Verma)

7. এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শিরোনাম কী?

উত্তর:- ‘হাল্লা বোল’ (‘Halla Bol’).

8. কোন দেশ 2023 সালে 10 দিনের মালাবার ব্যায়ামের আয়োজন করতে চলছে?

উত্তর:- অস্ট্রেলিয়া

9. প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল-2023 -এ কোন জুটি SL3-SL4 বিভাগে স্বর্ণপদক জিতেছে?

উত্তর:- প্রমোদ ভগত ও সুকান্ত কদম

10. কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতনেট প্রকল্পের অধীনে গ্রামে ব্রডব্যান্ড সংযোগের জন্য কত টাকা অনুমোদন করেছে?

উত্তর:- 1.39 লক্ষ কোটি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।