Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 9th April 2023 Bengali Current Affairs Quiz | 9th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th April 2023 Bengali Current Affairs Quiz | 9th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
9th April 2023 Bengali Current Affairs Quiz | 9th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম সমস্ত ধরনের বাড়ির জন্য Cool Roof Policy চালু করা হয়েছে?
উত্তর:- তেলেঙ্গানা
- সম্প্রতি ভারতের কোন রাজ্যের ‘মির্চা রাইস’ GI tag লাভ করলো?
উত্তর:- বিহার
- সম্প্রতি ৪ বছরের জন্য সাসপেন্ড হওয়া সঞ্জিতা চানু কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
উত্তর:- ওয়েট লিফটিং
- সম্প্রতি কোন দেশ সফলভাবে “Ofek-13” নামক গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করলো?
উত্তর:- ইজরায়েল
- সম্প্রতি প্রকাশিত “Gandhi: Siyasat aur Sampradaiykta” শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- পীযূষ বাবলে
- আগামী ২০২৬ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাচারার হিসেবে স্থান পেতে চলছে কোন দেশ?
উত্তর:- ভারত
- সম্প্রতি কোন সংস্থা “Pincode” নামে ই-কমার্স অ্যাপ চালু করলো?
উত্তর:- PhonePe.
- সম্প্রতি তথ্য অনুযায়ী, বিশ্বের নবম ব্যস্ততম এয়ার পোর্ট হিসেবে স্থান পেল কোনটি?
উত্তর:- দিল্লি এয়ারপোর্ট
- সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান চিকিৎসক 2023 তরুণ ইউরোলজিস্ট পুরস্কারে বিশেষ ভাবে পুরস্কৃত হলেন?
উত্তর:- ড: নিত্যা আব্রাহাম
- সম্প্রতি “Hitachi Payment Services” -এর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- সুমিল ভিকামসি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।