8th September 2023 Current Affairs in Bengali Quiz | 8th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th September 2023 Current Affairs in Bengali Quiz | 8th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th September 2023 Current Affairs in Bengali Quiz | 8th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th September 2023 Current Affairs in Bengali Quiz | 8th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতীয় সেনাবাহিনীর নতুন সদর দপ্তর থাল সেনা ভবন (TSB), কোথায় তৈরি হতে চলেছে?

উত্তর:- নয়াদিল্লি

2. ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ (International Literacy Day) পালিত হয় কোন দিন?

উত্তর:- 8th সেপ্টেম্বর

3. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন ভারতীয় ব্যাঙ্কের সাথে একটি স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- IndusInd Bank.

4. 19তম এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের আনুষ্ঠানিক স্পনসরশিপ দেওয়া হয়েছে কোন কোম্পানিকে?

উত্তর:- আমুল (Amul).

5. সম্প্রতি কে সেন্ট্রাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- শ্যাম সুন্দর গুপ্ত

6. ই-কমার্স রপ্তানি ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ইন্ডিয়া পোস্ট কার সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- শিপ্রকেট (Shiprocket).

7. ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলা G20 সম্মেলনে ‘অতিথি দেশ’ হিসেবে কটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে?

উত্তর:- 9

8. 2023 সালে শিক্ষক দিবস উপলক্ষে কতজন শিক্ষককে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে?

উত্তর:- 75

9. NASSCOM -এর নতুন চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রাজেশ নাম্বিয়ার

10. ইন্ডিয়া ড্রোন শক্তি-2023 কোন শহরে সংগঠিত হবে?

উত্তর:- গাজিয়াবাদ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।