8th November 2022 Current Affairs in Bengali | 8th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 8th November 2022 Current Affairs in Bengali | 8th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th November 2022 Current Affairs in Bengali | 8th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

8th November 2022 Current Affairs in Bengali | 8th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Urbanism Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 8th নভেম্বর

  1. USAID -র সহযোগিতায় হরিয়ানা রাজ্যে কোন কর্মসূচি চালু করতে চলছে?

উত্তর:- Trees Outside Forest in India.

  1. লখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojna) কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- উত্তরাখন্ড

  1. জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- কিশোর কে বাসা (Kishor K Basa).

  1. জেনসারের (Zensar) অন্তর্বর্তীকালীন MD হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অনন্ত গোয়েঙ্কা (Anant Goenka).

  1. 2022 ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের বিজয়ী হলো কোন দেশ?

উত্তর:- স্পেন

  1. সম্প্রতি নয়া দিল্লিতে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপ জিতলো কে?

উত্তর:- প্রজ্ঞানন্ধা (Praggnanandhaa).

  1. বঙ্গোপসাগরে কোন দুটি নৌবাহিনীর সংস্থার মধ্যে সামুদ্রিক অংশীদারিত্ব মহড়া অনুষ্ঠিত হলো?

উত্তর:- ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনী।

  1. বিশ্বের সপ্তম বৃহত্তম এয়ার লাইন কোম্পানির শিরোপা পেল কোন কোম্পানি?

উত্তর:- IndiGo

  1. Twitter কোম্পানির নতুন CEO হিসাবে কে নিযুক্ত হলেন

উত্তর:- এলোন মাস্ক

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।