8th March 2024 Current Affairs in Bengali Quiz | 8th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th March 2024 Current Affairs in Bengali Quiz | 8th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th March 2024 Current Affairs in Bengali Quiz | 8th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th March 2024 Current Affairs in Bengali Quiz | 8th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক নারী দিবস” (International Women’s Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 8th মার্চ

2. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) প্রথম মহিলা স্নাইপার হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- সুমন কুমারী (Suman Kumari)

3. মহারাষ্ট্রের নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- এস চোকালিঙ্গম (S. Chokalingam)

4. সম্প্রতি ‘ওশান গ্রেস’ নামে ASTDS টাগ কে উদ্বোধন করেছেন?

উত্তর:- সর্বানন্দ সোনোয়াল

5. কেন্দ্রীয় মন্ত্রী ড. মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি কোথায় আয়ুষ-ICMR অ্যাডভান্সড সেন্টার চালু করেছেন?

উত্তর:- নয়াদিল্লি

6. ‘সমুদ্র লক্ষ্মণ’ অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

উত্তর:- মালয়েশিয়া

7. সম্প্রতি কোন সংস্থা “গ্লোবাল রিসোর্স আউটলুক রিপোর্ট” প্রকাশ করেছে?

উত্তর:- UNEP.

8. সম্প্রতি কোন ক্ষেত্রের জন্য ‘অদিতি স্কিম’ চালু করা হয়েছে?

উত্তর:- প্রতিরক্ষা খাত (Defense sector)

9. স্টেইনলেস স্টিল সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে?

উত্তর:- হরিয়ানার হিসার

10. এশিয়ান রিভার রাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- সিমলা।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।