8th December 2023 Current Affairs in Bengali Quiz | 8th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th December 2023 Current Affairs in Bengali Quiz | 8th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th December 2023 Current Affairs in Bengali Quiz | 8th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th December 2023 Current Affairs in Bengali Quiz | 8th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন ক্রিড়াবিদ “Jimmy George Award 2023” জিতলেন?

উত্তর:- মুরালি শ্রীশঙ্কর

2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় 10,000 তম “জন ঔষধি কেন্দ্র” উদ্বোধন করলেন?

উত্তর:- AIIMs, দেওঘরে।

3. বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে সম্প্রতি কোনটিকে স্বীকৃতি দেওয়া হলো?

উত্তর:- কম্বোডিয়ায় অবস্থিত আঙ্কোর ওয়াট মন্দির।

4. ডিসেম্বর 2023 -এর প্রথম সপ্তাহে প্রভাব বিস্তার  করা ঘূর্ণিঝড় “মিগজাউম” -এর নামকরণ করেছে কোন দেশ?

উত্তর:- মায়ানমার

5. সম্প্রতি ‘Sports Leader of the Year 2023’ অ্যাওয়ার্ড পেলেন কোন ক্রিকেটার?

উত্তর:- শুবমান গিল

6. সম্প্রতি অনুষ্ঠিত “COP-28 Summit” কোথায় আয়োজিত হলো?

উত্তর:- দুবাই

7. ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্বারা সম্প্রতি কাকে সম্মানিত করা হলো?  পেলেন ইসরোর কোন বিজ্ঞানী?

উত্তর:- ইসরোর বিজ্ঞানী ভি.আর. ললিথাম্বিকা।

8. সম্প্রতি অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ‘Honoree Award’ পেলেন কোন অভিনেতা?

উত্তর:- রণবীর সিং

9. সম্প্রতি অনুষ্ঠিত “13th সিনিয়র পুরুষ হকি জাতীয় চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো কোন রাজ্য?

উত্তর:- পাঞ্জাব

10. কোন মহাকাশ সংস্থা প্রথম ‘XPoSat’ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে?

উত্তর:- ISRO.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।