8th April 2023 Current Affairs Quiz in Bengali | 8th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th April 2023 Current Affairs Quiz in Bengali | 8th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th April 2023 Current Affairs Quiz in Bengali | 8th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th April 2023 Current Affairs Quiz in Bengali | 8th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক রোমানি দিবস” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 8th এপ্রিল

  1. ফোর্বস প্রকাশিত বিলিয়নিয়ারদের বার্ষিক তালিকায় কে শীর্ষস্থান অধিকার করেছে?

উত্তর:- বার্নার্ড আর্নল্ট

  1. সম্প্রতি প্রয়াত জগরনাথ মাহতো কোন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন?

উত্তর:- ঝাড়খণ্ড

  1. সম্প্রতি কোন দেশ জাতিসংঘের সর্বোচ্চ পরিসংখ্যান কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে?

উত্তর:- ভারত

  1. সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান “Chevalier de la Légion d’Honneur” সম্মানে কে স্মমানিত হলো?

উত্তর:- কিরন নাদার

  1. সম্প্রতি কতজন ভারতীয় ক্রিকেটারকে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করেছে?

উত্তর:- 05

  1. সম্প্রতি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) এর সভাপতি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?

উত্তর:- কালীকেশ নারায়ণ সিং দেও

  1. সম্প্রতি প্রকাশিত “Gandhi: Siyasat aur Sampradaiykta” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- পীযুষ বাবেলে

  1. পুরুষদের অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপের আয়োজক থেকে কোন দেশকে বাদ দেওয়া হয়েছে?

উত্তর:- পেরু

  1. সম্প্রতি গুজরাটের মন্দিরে হনুমানের ৫৪ ফুট লম্বা মূর্তি উন্মোচন করলেন কে?

উত্তর:- অমিত শাহ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।