7th November 2023 Current Affairs in Bengali Quiz | 7th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th November 2023 Current Affairs in Bengali Quiz | 7th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th November 2023 Current Affairs in Bengali Quiz | 7th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

7th November 2023 Current Affairs in Bengali Quiz | 7th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে কোন দেশ?

উত্তর:- ভারত

2. কোন ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে শচীনের 49th সেঞ্চুরির সমকক্ষ হয়েছেন?

উত্তর:- বিরাট কোহলি

3. কোন ভারতীয় দাবা খেলোয়াড় FIDE মহিলাদের গ্র্যান্ড সুইস 2023 খেতাব জিতলেন?

উত্তর:- আর বৈশালী (R Vaishali)

4. ভারতের ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- হীরালাল সামারিয়া (Hiralal Samaria)

5. কোন দেশ 2025 সালে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলছে?

উত্তর:- বাংলাদেশ

6. ‘গঙ্গা উৎসব’-এর সপ্তম সংস্করণ কোথায় আয়োজিত হলো?

উত্তর:- নয়াদিল্লি

7. সম্প্রতি কোন এলাকায় গেকোর (gecko) একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- পশ্চিমঘাট

8. ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023’ (World Food India 2023) -এর আয়োজক শহর কোনটি?

উত্তর:- নয়াদিল্লি

9. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘2023 অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট’ প্রকাশ করেছে?

উত্তর:- বিশ্বব্যাংক (World Bank).

10. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) Executive Director হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- মনোরঞ্জন মিশ্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।