7th June 2023 Current Affairs in Bengali Quiz | 7th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th June 2023 Current Affairs in Bengali Quiz | 7th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th June 2023 Current Affairs in Bengali Quiz | 7th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

7th June 2023 Current Affairs in Bengali Quiz | 7th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- সুরিনাম

2. NIRF সামগ্রিক র‍্যাঙ্কিং 2023-এ কোন প্রতিষ্ঠানটি শীর্ষে স্থান পেয়েছে?

উত্তর:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ।

3. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল মিশন ফর মেন্টরিং’ চালু করেছে?

উত্তর:- National Council for Teacher Education (NCTE)

4. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘স্বচ্ছ জল সে সুরক্ষা ক্যাম্পেন রিপোর্ট’ প্রকাশ করেছে?

উত্তর:- জলশক্তি মন্ত্রণালয়

5. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘নমো চাষী মহাসম্মান যোজনা’ চালু করেছে?

উত্তর:-মহারাষ্ট্র।

6. ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ জাহাজ – “MV Empress” সম্প্রতি কোন দেশের জন্য ফ্ল্যাগ অফ করা হয়েছে?

উত্তর:- শ্রীলঙ্কা

7. সম্প্রতি কে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন?

উত্তর:- জেসিন্ডা আরডার্ন (Jacinda Ardern)

8. ISSF জুনিয়র বিশ্বকাপ 10m এয়ার রাইফেল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?

উত্তর:- ধানুশ শ্রীকান্ত

9. কোন ভারতীয় খেলোয়াড় অনূর্ধ্ব-20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন।

উত্তর:-সিদ্ধার্থ চৌধুরী

10. ফুকোট কর্নালি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের (Phukot Karnali Hydro Electric Project) উন্নয়নের জন্য কোন দেশ ভারতের সাথে MoU চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:-নেপাল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।