7th January 2024 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th January 2024 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th January 2024 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

7th January 2024 Current Affairs in Bengali Quiz | 7th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারতের কোন রাজ্যের “কাদিয়াল শাড়ি’ (‘Kadiyal Sarees’) জিআই ট্যাগ তকমা পেয়েছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ

2. সম্প্রতি কোন রাজ্য সরকার ১লা বৈশাখকে “রাজ্য দিবস” হিসাবে ঘোষণা করেছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ

3. সম্প্রতি কোন রাজ্য সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি, বাংলার জল” গানটিকে “রাজ্য সঙ্গীত” হিসাবে ঘোষিত করেছে?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর

4. সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘পৃথ্বী বিজ্ঞান প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে?

উত্তর:- 4,797 কোটি

5. সম্প্রতি কে ‘NCC প্রজাতন্ত্র দিবস ক্যাম্প’ 2024 উদ্বোধন করলেন?

উত্তর:- জগদীপ ধনখার

6. সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কোথায় ‘বিচ গেমস 2024’ উদ্বোধন করলেন?

উত্তর:- ঘোঘলা সমুদ্র সৈকত

7. কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির জন্য কে ‘রাষ্ট্রীয় খেলা প্রচার পুরস্কার’ 2023 পেতে চলেছেন? (Rashtriya Khel Protsahan Puraskar 2023)

উত্তর:- ওডিশা মাইনিং কর্পোরেট লিমিটেড

8. ‘ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি’ -এর Managing Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- পি সন্তোষ (P Santosh)

9. সম্প্রতি ওড়িশার কোন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে?

উত্তর:- সুমিত শর্মা

10. সম্প্রতি কোন ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ‘INSPIRE’ প্রোগ্রাম লঞ্চ করেছে?

উত্তর:- Bandhan Bank.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।