7th February 2023 Current Affairs in Bengali | 7th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th February 2023 Current Affairs in Bengali | 7th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th February 2023 Current Affairs in Bengali | 7th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

7th February 2023 Current Affairs in Bengali | 7th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার ইথানল উৎপাদনের জন্য ডেনমার্কের সাথে অংশীদারিত্ব গ্রহণ করতে চলছে?

উত্তর:- উত্তরপ্রদেশ সরকার।

  1. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2025 সালের মধ্যে রাজ্যকে মাদকমুক্ত করার কথা ঘোষণা করেছেন?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে (ISA) সম্প্রতি কোন দেশ যোগদান করেছে?

উত্তর:- কংগো।

  1. সম্প্রতি কোন দেশ 30 বছর পর সলোমন দ্বীপপুঞ্জে তার দূতাবাস খুলেছে?

উত্তর:- আমেরিকা

  1. সম্প্রতি ‘বজ্র ডিভিশন’ (Vajra Division) -এর কমান্ড কে হয়েছেন?

উত্তর:- গিরিশ কালিয়া

  1. সম্প্রতি ৮২ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত কন্নড় লেখক কে.ভি. তিরুমলেশ, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?

উত্তর:- তেলেঙ্গানা

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার সম্প্রতি ‘দ্য ভিশন ফর অল স্কুল আই হেলথ’ কর্মসূচি চালু করেছে?

উত্তর:- গোয়া

  1. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় মহিলা কমিশনের কত তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিলেন?

উত্তর:- 31তম প্রতিষ্ঠা দিবসে।

  1. সম্প্রতি কোন রাজ্য প্রথম ‘ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ 2023’ জিতলো?

উত্তর:- কেরালা

  1. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

উত্তর:- জোগিন্দর শর্মা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।