Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th December 2023 Current Affairs in Bengali Quiz | 7th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th December 2023 Current Affairs in Bengali Quiz | 7th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
7th December 2023 Current Affairs in Bengali Quiz | 7th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ সেপ্টেম্বর 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ভারতের “সশস্ত্র বাহিনীর পতাকা দিবস” কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 7th ডিসেম্বর
2. “আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস” কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 7th ডিসেম্বর
3. সম্প্রতি ‘সান্ধ্যক’ (Sandhyak) নামক জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো, এটি নির্মাণ করেছে কোন কোম্পানি?
উত্তর:- গার্ডেন রিচ শিপ বিল্ডার এবং ইঞ্জিনিয়াররা।
4. পুরুষ ভলিবল ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশে আয়োজিত হবে?
উত্তর:- ভারত।
5. 6th ডিসেম্বর 2023 ডঃ বি আর আম্বেদকরের কত তম মৃত্যুবার্ষিকী পালিত হলো?
উত্তর:- 86 তম
6. প্রো কাবাডি লীগের ‘পাটনা পাইরেটস’ দলের টাইটেল স্পন্সর কে?
উত্তর:- বিহার সরকার
7. সম্প্রতি কে ভারতের দেউলিয়াত্ব বোর্ডের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন? (Bankruptcy Board of India)
উত্তর:- জিতেশ জন
8. কোন ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মানে ভূষিত হলেন?
উত্তর:- মীরা চাঁদ (Meera Chand).
9. কোন কেন্দ্রীয় মন্ত্রী কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) নিয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচার শুরু করেছেন?
উত্তর:- ডঃ মনসুখ মান্ডাভিয়া
10. সম্প্রতি ভারতের কোন রাজ্য ‘Water Smart Kid Campaign’ লঞ্চ করলো?
উত্তর:- মেঘালয়।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।