7th August 2023 Current Affairs in Bengali Quiz | 7th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th August 2023 Current Affairs in Bengali Quiz | 7th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th August 2023 Current Affairs in Bengali Quiz | 7th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

7th August 2023 Current Affairs in Bengali Quiz | 7th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত “QS Best Student Cities 2024 ranking” -এ শীর্ষ স্থান অধিকার করেছে কোন শহর?

উত্তর:- লন্ডন

2. সম্প্রতি ভারতের কোন প্রাইভেট স্পেস কোম্পানি “Raman-2” ইঞ্জিনের সফলভাবে পরীক্ষা করলো?

উত্তর:- Skyroot

3. সম্প্রতি কোন দেশের সাথে Innovation Platform প্রতিষ্ঠা করতে চলেছে ভারত?

উত্তর:- সুইজারল্যান্ড

4. সম্প্রতি কোন রাজ্যের মহিলা কমিশনের চেয়ার পারসন পদে নিয়োজিত হলেন অশ্বমেধ দেবী?

উত্তর:- বিহার

5. সম্প্রতি কোথায় “Doctor Aapke Gaon Mein” নামক ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোথায়?

উত্তর:- জম্মু-কাশ্মীর

6. সম্প্রতি কোন প্রাইভেট স্পেস কোম্পানি ‘Jupiter 3’ নামে বিশ্বের বৃহত্তম কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো?

উত্তর:- SpaceX.

7. ভারতের কোন রাজ্যে প্রথম অনলাইন গেমিং অ্যাকাডেমি চালু হতে চলেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

8. রাজ্যসভার নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- S Phangnon Konyak.

9. তৃতীয় G20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- চেন্নাই

10. সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- দেবেন্দ্র কুমার উপাধ্যায়।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।