Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th April 2023 Bengali Current Affairs Quiz | 7th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th April 2023 Bengali Current Affairs Quiz | 7th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
7th April 2023 Bengali Current Affairs Quiz | 7th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব স্বাস্থ্য দিবস” (World Health Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 7th এপ্রিল
- সম্প্রতি কোন রাজ্য ‘লোকতন্ত্র প্রহারি সম্মান আইন’ বাতিল করেছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
- ‘কোপ ইন্ডিয়া এক্সারসাইজ’ (Cope India Exercise 2023) -এর আয়োজক রাজ্য কোনটি?
উত্তর:- পশ্চিমবঙ্গ
- ভারতের কোন রাজ্য FY23 -এ পণ্যগুলির জন্য সর্বাধিক সংখ্যক (GI) ট্যাগ লাভ করেছে?
উত্তর:- কেরালা
- সম্প্রতি কোন দেশ ভারতের সাথে প্রথমবারের মতো প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- রোমানিয়া
- FICCI Ladies Organisation -এর 40th প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- সুধা শিবকুমার
- ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড রাহুল ভার্মা সম্প্রতি কোন দেশের ডেপুটি সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারত সরকার 120 টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য সম্প্রতি কোন দেশের ফার্মের সাথে চুক্তি স্বাক্ষর করল?
উত্তর:- রাশিয়া
- সম্প্রতি “পথশ্রী রাস্তাশ্রী” নামক প্রকল্প চালু করল কোন রাজ্য সরকার?
উত্তর:- পশ্চিমবঙ্গ
- সম্প্রতি কোন দেশ ভাড়া ই-স্কুটার নিষিদ্ধ করার পক্ষে ভোট প্রদান দিয়েছে?
উত্তর:- ফ্রান্স।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।