6th September 2022 Current Affairs in Bengali | 6th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 6th September 2022 Current Affairs in Bengali | 6th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th September 2022 Current Affairs in Bengali | 6th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal



6th September 2022 Current Affairs in Bengali | 6th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- ক্যাপ্টেন বি কে ত্যাগী



2. সংসদ টিভির CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- উৎপল কুমার সিং, মহাসচিব লোকসভা

3. শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী মোদী কতগুলি PM-SHRI স্কুলের কথা ঘোষণা করেছেন?

উত্তর:- 14,500 টি বিদ্যালয়

4. রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা এভিনিউ এর নতুন নামকরণ কি হতে চলেছে ?

উত্তর:- কার্তব্যপথ

5. ভারতের প্রথম ‘নাইট স্কাই অভয়ারণ্য’ কোথায় স্থাপন করা হতে চলেছে ?

উত্তর:- হ্যানলে, লাদাখ

6. প্রথম হোমিওপ্যাথি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- দুবাই

7. যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- লিজ ট্রাস

8. সম্প্রতি কে মহানগর গ্যাস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- মহেশ ভি আইয়ার

9. পিন্টোলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?

উত্তর:- সুনীল ছেত্রী

10. প্রথম মাউন্টেন বাইসাইকেল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

উত্তর:- লাদাখে লেহ




11. 36তম জাতীয় গেমসের মাসকটের নাম কী?

উত্তর:- সাভাজ




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।