6th October 2023 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th October 2023 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th October 2023 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th October 2023 Current Affairs in Bengali Quiz | 6th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Pradip

1. ক্রিকেট বিশ্বকাপ 2023 -এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো?

উত্তর:- নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

2. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন Director হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:-মুনীশ কাপুর

3. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে, যার মেয়াদ আগস্ট 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে?

উত্তর:- দীনেশ খারা (Dinesh Khara)

4. সম্প্রতি ভারতের কোন রাজ্য ‘কনোকার্পাস’ উদ্ভিদটি নিষিদ্ধ করেছে?

উত্তর:- গুজরাট

5. কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘CRIIIO 4 গুড মডিউল’ (CRIIIO 4 GOOD modules) চালু করেছে?

উত্তর:- শিক্ষা মন্ত্রণালয়

6. NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ক্রস বর্ডার লেনদেনের জন্য কার সাথে চুক্তি করবে?

উত্তর:- Al Etihad Payments

7. এশিয়ান গেমসের কোন খেলায় দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সান্ধু জুটি স্বর্ণপদক জিতেছিল?

উত্তর:- স্কোয়াশ (Squash)

8. প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন ট্রাভেল মার্ট 2023 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- নয়াদিল্লি

9. 2023 সালের রসায়নে কতজন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- 3 জন

10. ভারত সরকার UIDAI -এর প্রধানের মেয়াদ কত বছরের জন্য বাড়িয়েছে?

উত্তর:- 1 বছর।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।