6th October 2022 Current Affairs in Bengali | 6th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 6th October 2022 Current Affairs in Bengali | 6th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th October 2022 Current Affairs in Bengali | 6th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



6th October 2022 Current Affairs in Bengali | 6th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব সেরিব্রাল পলসি দিবস” (World Cerebral Palsy Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 6th অক্টোবর

  1. সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড -এর CEO হিসেবে কে নিযুক্ত হলেন?



উত্তর:- মোহিত ভাটিয়া (Mohit Bhatia).

  1. UNCTAD -এর বার্ষিক বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন অনুসারে, 2022-23 এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ কত?

উত্তর:- 5.7%

  1. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘আসারা’ (Aasara) নামক পেনশন একটি কল্যাণমূলক প্রকল্প লঞ্চ করলো ?

উত্তর:- তেলেঙ্গানা রাজ্য সরকার




  1. ‘অপ্টিমাস’ নামক প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট, সম্প্রতি কোন কোম্পানি চালু করলো ?

উত্তর:- টেসলা (Tesla).

  1. “বিশ্ব শিক্ষক দিবস” কবে পালিত হয়?

উত্তর:- ৫th অক্টোবর

  1. বিশ্ব মহাকাশ সপ্তাহ কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 4 থেকে 10 অক্টোবর

  1. ভারতে 68তম বন্যপ্রাণী সংস্করণ সপ্তাহ কবে পালন করা হলো?

উত্তর:- 2nd অক্টোবর থেকে 8th অক্টোবর 2022

  1. সম্প্রতি কোন দেশে ভারতের Rupay ডেবিট কার্ড চালু করতে MoU স্বাক্ষরিত করলো ?

উত্তর:- ওমান (Oman).

  1. কোন রাজ্য সরকার অপরাধমূলক কার্যকলাপের তদন্ত ও নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ‘সত্য নিষ্ঠ’ (Satya Nishtha) নামক অ্যাপ চালু করলো ?

উত্তর:- হিমাচল প্রদেশ (Himachal Pradesh).

  1. কোন ব্যাঙ্ক তার গ্রাম সেবা কর্মসূচির অধীনে 6টি রাজ্যের 30টি প্রত্যন্ত গ্রাম দত্তক নিলো?

উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India).




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।