6th March 2023 Current Affairs in Bengali | 6th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th March 2023 Current Affairs in Bengali | 6th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th March 2023 Current Affairs in Bengali | 6th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th March 2023 Current Affairs in Bengali | 6th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি ভারতের কোন রাজ্য বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার পেতে চলেছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ

  1. সম্প্রতি ভারতের কোন রাজ্যে ‘মাসান হোলি’ উৎসব উদযাপিত হচ্ছে?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. কোন রাজ্য সরকার পর্যটন শিল্পে মহিলাদের অংশগ্রহণের জন্য “UN Women” -এর চুক্তি স্বাক্ষর করল?

উত্তর:- কেরালা

  1. সম্প্রতি কোন দেশ পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বপ্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো?

উত্তর:- চীন

  1. জনসাধারণের ধূমপান রোধ করতে কোন রাজ্য সরকার সম্প্রতি “Stop Tobacco” app চালু করল?

উত্তর:- কর্ণাটক

  1. সম্প্রতি ‘পুসা কৃষি বিজ্ঞান মেলা’ কোন শহরে অনুষ্ঠিত হলো?

উত্তর:- নয়াদিল্লি

  1. সম্প্রতি কোথায় ৭ম ধর্ম-ধম্ম সম্মেলন আয়োজন করা হয়েছে?

উত্তর:- মধ্যপ্রদেশের ভোপাল

  1. সম্প্রতি কোন রাজ্যের তিনটি জেলায় সোনার খনির সন্ধ্যার পাওয়া গেছে?

উত্তর:- ওড়িশা

  1. সম্প্রতি ‘Ban Thuong’ কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?

উত্তর:- ভিয়েতনাম

  1. G-20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- নয়াদিল্লি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।