Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th June 2023 Current Affairs in Bengali Quiz | 6th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th June 2023 Current Affairs in Bengali Quiz | 6th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
6th June 2023 Current Affairs in Bengali Quiz | 6th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. বিশ্বব্যাংকের 14তম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?
উত্তর:- অজয় বঙ্গ (Ajay Banga)
2. কোন ভারতীয় শ্যুটিং জুটি ISSF বিশ্বকাপ জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- অভিনব শ (Abhinav Shaw) এবং গৌতমী ভানোট (Gautami Bhanot).
3. সম্প্রতি এশিয়ার কোন দেশ ‘সেন্ট্রালাইজড ল্যাবরেটরি নেটওয়ার্ক (CLN)’-এ যোগ দিয়েছে?
উত্তর:- ভারত
4. কোন শহর ‘India-EU গ্লোবাল গেটওয়ে কনফারেন্স’ আয়োজন করেছে?
উত্তর:- শিলং (Shillong).
5. বিশ্ব আবহাওয়া সংস্থার (WHO) প্রথম মহিলা মহাসচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- সেলেস্তে সাওলো
6. সম্প্রতি প্রকাশিত NIRF 2023 র্যাঙ্কিংয়ে কোন প্রতিষ্ঠানকে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান দেওয়া হয়েছে?
উত্তর:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু
7. প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে উন্নীত হলেন কে?
উত্তর:- প্রতিমা ভাল্লার
8. কোন দেশ 2023 সালে বিশ্ব পরিবেশ দিবসের 50 তম বার্ষিকী আয়োজন করলো?
উত্তর:- Côte D’Ivoire (আইভরি কোস্ট)।
9. “Geological Survey of India” -এর ৫২তম ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- জনার্দন প্রসাদ।
10. 2023 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী?
উত্তর:- প্লাস্টিক দূষণের সমাধান (Solutions to Plastic Pollution).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।