6th January 2024 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th January 2024 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th January 2024 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th January 2024 Current Affairs in Bengali Quiz | 6th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত “Why Bharat Matters” বইটি কে লিখলেন?

উত্তর:- এস. জয়শঙ্কর (S. Jaishankar)

2. সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসেবে কাকে নিয়োজিত করা হলো?

উত্তর:- দীনেশ কে ত্রিপাঠী (Dinesh K Tripathi).

3. সম্প্রতি কোন রাজ্যে দুর্যোগ সতর্কবার্তা দেওয়ার জন্য ‘রাহাত বাণী কেন্দ্র’ (‘Rahat Vani Kendra’) উদ্বোধন করা হলো?

উত্তর:- উত্তর প্রদেশ

4. ভারতীয় সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করেছে?

উত্তর:- বিচারপতি বিআর গাভাই (Justice BR Gavai).

5. সম্প্রতি ISCC-Plus সার্টিফিকেশন অর্জনকারী প্রথম কোম্পানি কোনটি?

উত্তর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industry).

6. সম্প্রতি কোন বন্যপ্রাণী অভয়ারণ্য “স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে” অন্তর্ভুক্ত হয়েছে? (Swadesh Darshan 2.0 scheme)

উত্তর:- দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য (Debrigarh Wildlife Sanctuary).

7. সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সি এস রাজন

8. সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কোন শহরে পাঁচ দিনের শীতকালীন কার্নিভাল উদ্বোধন করলেন?

উত্তর:- মানালি

9. মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে সম্প্রতি তিনটি শাবকের জন্ম দেওয়া মহিলা চিতার নাম কী?

উত্তর:- আশা (Aasha)

10. সম্প্রতি এক দিবসীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা বিখ্যাত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার কোন দেশের ক্রিকেটার?

উত্তর:- অস্ট্রেলিয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।