Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 6th December 2022 Current Affairs in Bengali | 6th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th December 2022 Current Affairs in Bengali | 6th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
6th December 2022 Current Affairs in Bengali | 6th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন কোথায় দেওয়া হয়েছে?
উত্তর:- জম্মু কাশ্মীর
- ভারতের প্রথম ডার্ক নাইট স্কাই রিজার্ভ ভারতের কোথায় স্থাপিত হতে চলেছে?
উত্তর:- লাদাখ
- স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রথম ড্রোন স্টেশন কোথায় স্থাপিত হতে চলেছে?
উত্তর:- মেঘালয়
- সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- বিজেন্দ্র শর্মা
- সম্প্রতি জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- রাজীব লক্ষ্মণ করন্দিকার
- সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ডের নাম পরিবর্তন করে বান্থান মিউচুয়াল ফান্ড করা হয়েছে?
উত্তর:- IDFC মিউচুয়াল ফান্ড
- সম্প্রতি বিজয় হাজারে ট্রফি 2022 কোন জিতলো?
উত্তর:- সৌরাষ্ট্র
- কোন দেশ সম্প্রতি 2022 সালের ডিসেম্বরের জন্য UNSC এর সভাপতিত্ব গ্রহণ করেছে?
উত্তর:- ভারত
- সম্প্রতি কোন বইটি কমলাদেবী চট্টোপাধ্যায় NIF বই পুরস্কার 2022 জিতলো?
উত্তর:- ‘দ্য চিপকো মুভমেন্ট: অ্যা পিউপিলস হিস্ট্রি’
- সম্প্রতি NCBC (National Commission for Backward Classes) এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- হংসরাজ গঙ্গারাম
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।