6th April 2023 Current Affairs Quiz in Bengali | 6th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th April 2023 Current Affairs Quiz in Bengali | 6th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th April 2023 Current Affairs Quiz in Bengali | 6th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th April 2023 Current Affairs Quiz in Bengali | 6th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022 -এ কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করেছে?

উত্তর:- কর্ণাটক

  1. “সাগর সেতু” নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি কে চালু করেছে?

উত্তর:- নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

  1. বারাণসীর কোন পণ্যকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে?

উত্তর:- বেনারসি পান ও বেনারসি ল্যাংদা আম।

  1. কোন মহিলা ভারোত্তোলক ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য 4 বছরের জন্য সাসপেন্ড হয়েছেন?

উত্তর:- সঞ্জিতা চানু

  1. সম্প্রতি কোন নিউজ চ্যানেলের নিরাপত্তা ছাড়পত্রের অস্বীকৃতি সুপ্রিম কোর্ট বাতিল করেছে?

উত্তর:- মিডিয়াওয়ান (MediaOne).

  1. দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া ‘SLINEX-2023’ -এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- শ্রীলঙ্কা

  1. ISRO কোন প্রতিষ্ঠানের সাথে ‘পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিক্যাল অটোনোমাস ল্যান্ডিং মিশন’ চালু করেছে?

উত্তর:- DRDO and IAF

  1. ৫ই এপ্রিল, 2023 -এ ইসরাইল যে গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করলো তার নাম কী?

উত্তর:- ওফেক-13 (Ofek-13).

  1. রাশিয়ার সবচেয়ে বেশি ব্যবসা করা মুদ্রা হিসেবে সম্প্রতি কোন মুদ্রা মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে?

উত্তর:- চীনা ইউয়ান

  1. সম্প্রতি কোন রাজ্য ‘লেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ লঞ্চ করেছে?

উত্তর:- তেলেঙ্গানা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।