60+ best General knowledge | গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর

Dear Students,

Here, is the best place for you to download free pdf of General knowledge. Here, you can get the Current Affairs In Bengali and English. www. edu.bengaliportal.com give you All competitive exam Special Current Affairs In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. General knowledge is very important for all examination. You can also download GK, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight edu.bengaliportal.com to download free pdf.

60+ best General knowledge:

1. ভারতের মুদ্রার নাম লেখো
(a) পাউন্ড
(b) রুপি
(c) ডলার
(d) ওন

উত্তরঃ (b) রুপি

2. মানুষের সুইমিং-এর প্রধান উদ্দেশ্য কী-
(a) পুরাে শরীরকে ভাসিয়ে রাখা
(b) পুরাে শরীরকে ভাসিয়ে এগিয়ে নিয়ে চলা
(c) শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা
(d) মস্তিষ্ক বাদে দেহ বা ধড়কে ভাসিয়ে রাখা

উত্তরঃ (c) শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা

3. মাকড়সার রেচন অঙ্গের নাম লেখো ?
(a) সবুজ গ্রন্থি
(b) কক্সাল গ্রন্থি
(c) প্লাজমা পর্দা
(d) বােজম্যানের অঙ্গ

উত্তরঃ (b) কক্সাল গ্রন্থি

4. হিমাচুরিয়া রােগ হয় নীচের কোন পদার্থ মূত্রে থাকলে?
(a) পুঁজ
(b) রক্ত
(c) জার্সিটোন
(d) ফ্যাট

উত্তরঃ (b) রক্ত

5. এফ্রিডিন কোন রােগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে?
(a) রক্তচাপ বৃদ্ধি
(b) হাঁপানি
(c) কৃমিনাশক
(d) রক্তচাপ হ্রাস

উত্তরঃ (b) হাঁপানি

6. সিস্টোলিথ রাসায়নিকভাবে কী?
(a) ক্যালশিয়াম হাইড্রক্সাইড
(b) ক্যালশিয়াম কার্বনেট
(c) ক্যালশিয়াম সিলিকেট
(d) ক্যালশিয়াম সালফেট

উত্তরঃ (b) ক্যালশিয়াম কার্বনেট

7. কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন?
(a) 1936 সালে
(b) 1938 সালে
(c) 1939 সালে
(d) 1940 সালে

উত্তরঃ (c) 1939 সালে

৪. সিপাহি বিদ্রোহকে প্রথম ‘স্বাধীনতা সংগ্রাম’ কে বলেছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) রমেশচন্দ্র দত্ত
(c) র্ভি ডি সাভারকর
(d) বাল গঙ্গাধর তিলক

উত্তরঃ (c) র্ভি ডি সাভারকর

9. সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন?
(a) একজন
(b) দু’জন
(c) তিনজন
(d) কেউই না

উত্তরঃ (d) কেউই না

10. কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়?
(a) লর্ড কার্জন
(b) লর্ড কর্নওয়ালিশ
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড ডালহৌসি

উত্তরঃ (d) লর্ড ডালহৌসি

11. কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম বিভেদ দেখা দেয় যার ফলে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দু’ভাগে বিভক্ত হয়?
(a) 1905 সাল
(b) 1906 সাল
(c) 1907 সাল
(d) 1910 সাল

উত্তরঃ (c) 1907 সাল

12. ভারতে ব্রিটিশ শাসকেরা কবে থেকে গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদমর্যাদায় ভূষিত হন?
(a) 1858 সালে
(b) 1885 সালে
(c) 1888 সালে
(d) 1911 সালে

উত্তরঃ (a) 1858 সালে

13. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হজ্ঞা করেছিলেন?
(a) ভগৎ সিং
(b) উর্ধম সিং
(c) হসরৎ মােহানী
(d) মদনলাল ধিংড়া

উত্তরঃ (b) উর্ধম সিং

14. কে গান্ধীজিকে ‘মহাত্মা’ নামে অভিহিত করেছিলেন ?
(a) সুভাষচন্দ্র বসু
(b) চিত্তরঞ্জন দাশ
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) জওহরলাল নেহরু

উত্তরঃ (c) রবীন্দ্রনাথ ঠাকুর

15. সাইমন কমিশন কবে ভারতে আসে?
(a) 1926 সালে
(b) 1928 সালে
(c) 1930 সালে
(d) 1931 সালে

উত্তরঃ (b) 1928 সালে

16. ‘ইনকিলাব জিন্দাবাদ’ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য নীচের কে বিখ্যাত ছিলেন?
(a) লালা লাজপত রায়
(b) কানাইলাল দত্ত
(c) ভগৎ সিং
(d) বাল গঙ্গাধর তিলক

উত্তরঃ (c) ভগৎ সিং

17. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল:
(a) সিয়াচেন
(b) হিসপার
(c) ল্যামবার্ট
(d) গঙ্গোত্রী

উত্তরঃ (c) ল্যামবার্ট

18. অ্যানিমােমিটার কী পরিমাপের জন্য ব্যবহৃত হয়ে থাকে ?
(a) কৃতার্সের গতিবেগ
(b) সমুদ্রের লবণাক্ততা
(c) প্রাণীদের বুদ্ধিমত্তা
(d) ভূমিকম্পের তীব্রতা

উত্তরঃ (a) কৃতার্সের গতিবেগ

19. ‘পঞ্চ নদীর দেশ’ নীচের কোনটিকে বলা হয়?
(a) মায়ানমার
(b) শ্রীলঙ্কা
(c) পাঞ্জাব
(d) মধ্যপ্রদেশ

উত্তরঃ (c) পাঞ্জাব

20. কোন নদীর তীরে মস্কো শহরটি অবস্থিত?
(a) ভলগা
(b) ডন
(c) দানিয়ুব
(d) মস্কোভা

উত্তরঃ (d) মস্কোভা

21. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখতে পাওয়া যায়?
(a) ব্রহ্মপুত্র
(b) মন্দাকিনী
(c) নর্মদা
(d) সরাবতী

উত্তরঃ (c) নর্মদা

22. ‘ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়ে থাকে?
(a) জিব্রাল্টার প্রণালী
(b) তুরস্ক
(c) সুয়েজ খাল
(d) ইজিপ্ট

উত্তরঃ (a) জিব্রাল্টার প্রণালী

23. বিশ্বের উষ্ণতম স্থানের নাম লেখো :
(a) জয়শলমির
(b) আল আজিজিয়া
(c) কায়রাে
(d) তেহেরান

উত্তরঃ (b) আল আজিজিয়া

24. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানটির নাম লেখো :
(a) টাইগার হিল
(b) ফালুট
(c) সান্দাকফু
(d) জলদাপাড়া

উত্তরঃ (c) সান্দাকফু

25. ভারতের বৃহতৃসদীগঠিত দ্বীপের নাম:
(a) সাগর
(b) মাজুলি
(c) পূর্বাশা
(d) সুন্দরবন

উত্তরঃ (b) মাজুলি

26. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(a) গঙ্গোত্রী
(b) কতুরা
(c) হিসপার
(d) সিয়াচেন

উত্তরঃ (d) সিয়াচেন

27. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
(a) যােগ
(b) হুডু
(c) বেদাঘাট
(d) বিশপ

উত্তরঃ (a) যােগ

28. কলকাতার স্থানাঙ্ক (স্থানের অবস্থান) কত?
(a) 22°30′ উত্তর, 62°30′ পূর্ব
(b) 22°34′ উত্তর, 82°24′ পূর্ব
(c) 22°34′ উত্তর, 88° 20′ পূর্ব
(d) 82°34′ উত্তর, 22°34′ পূর্ব

উত্তরঃ (c) 22°34′ উত্তর, 88° 20′ পূর্ব

29. ভারতে-লুনী নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে?
(a)কচ্ছের রণ
(b) গঙ্গার বদ্বীপ
(c) কেরলের উপকূল
(d) গােদাবরীর বদ্বীপ

উত্তরঃ (a)কচ্ছের রণ

30. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে?
(a) জেনন
(b) আর্গান
(c) রেডন
(d) ক্রিপটন

উত্তরঃ (b) আর্গান

31. SI পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হল:
(a) কুলম্ব
(b) জুল
(c) ওয়াট
(d) অ্যাম্পায়ার

উত্তরঃ (d) অ্যাম্পায়ার

32. ব্ৰমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?
(a) ফার্মি
(b) এক্স
(c) মিমি
(d) অ্যাংস্ট্রম

উত্তরঃ (a) ফার্মি

33. উষ্ণতার একক:
(a) কেলভিন
(b) অ্যাম্পিয়ার
(c) কুলম্ব
(d) জুল

উত্তরঃ (a) কেলভিন

34. মেরুপ্রদেশে বিনতি কোণের মান কত?
(a) 60°
(b) 15°
(c) 90°
(d) 0°

উত্তরঃ (c) 90°

35. মাইকা হল:
(a) তাপের সুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী
(b) তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী
(c) তাপের কুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী
(d) তাপের কুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী

উত্তরঃ (b) তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী

36. অনিল দেবী কার ছদ্মনাম?
(a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(b) মােহিতলাল মজুমদার
(c) সুজিত নাগ
(d) নারায়ণ সান্যাল

উত্তরঃ (a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

37. ‘পুতুল নাচের ইতিকথা’ কার লেখা গ্রন্থ?
(a) মনীষ ঘটক
(b) মানিক বন্দ্যোপাধ্যায়
(c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(d) সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ (b) মানিক বন্দ্যোপাধ্যায়

38. লেদার রিসার্চ ইনস্টিটিউট :
(a) বেঙ্গালুরু
(b) চেন্নাই
(c) রাঁচি
(d) নয়াদিল্লি

উত্তরঃ (b) চেন্নাই

39. সিমন্সিপাল স্যাংচুয়ারি :
(a) ওড়িশা
(b) কেরল
(c) অসম
(d) কর্নাটক

উত্তরঃ (a) ওড়িশা

40. যে জ্বালানি পুনর্নবীকরণযােগ্য নয় সেগুলি হলো:
(a) বায়ােমাস জ্বালানি
(b) কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস
(c) পেট্রোলিয়াম থেকে উৎপন্ন হাইড্রোজেন
(d) সােডিয়ামযুক্ত জ্বালানি

উত্তরঃ (b) কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস

41. ‘বুদ্ধচরিত’ কার রচিত?
(a) নাগার্জুন
(b) অশ্বঘােষ
(c) বসুমিত্র
(d) বিশাখ দত্ত

উত্তরঃ (b) অশ্বঘােষ

42. অপালা, লােপামুদ্রা, গার্গী- এই তিন বিদূষী মহিলা কোন যুগে ছিলেন? .
(a)বৈদিক যুগে
(b) মৌর্য যুগে
(c) কুষাণ যুগে
(d) গুপ্ত যুগে

উত্তরঃ (a)বৈদিক যুগে

43. কে ‘গুণরাজ খা’ উপাধি পেয়েছিলেন ?
(a) বিপ্রদাস পিপিলাই
(b) মালাধর বসু
(c) কবি জয়দেব
(d) শ্রীচৈতন্য

উত্তরঃ (b) মালাধর বসু

44. কত সালে মেহেরগড় সৃভ্যতা আবিষ্কৃত হয়েছে?
(a) 1924 সালে
(b) 1921 সালে
(c) 1084 সালে
(d) 1922 সালে

উত্তরঃ (b) 1921 সালে

45. ব্রোঞ্জ আবিষ্কৃত হয়:
(a) লােহা ও টিনের সমন্বয়ে
(b) তামা ও লােহার সমম্বয়ে
(c) লােহা ও পিতলের সমন্বয়ে
(d ) তামা ও টিনের সমন্বয়ে

উত্তরঃ (d ) তামা ও টিনের সমন্বয়ে

46. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) পার্টলিপুত্র
(b) উজ্জয়িনী
(c) জলন্ধর
(d) বল্লভী

উত্তরঃ (a) পার্টলিপুত্র

47. ‘কনৌজের ধর্মসভা’ কে আহ্বান করেছিলেন?
(a) গ্রহবর্মণ
(b) কণিষ্ক
(c) হর্ষবর্ধন
(d) অশােক

উত্তরঃ (c) হর্ষবর্ধন

48. ‘ফরিদ খা’- কার নাম ছিল?
(a) বাবরের
(b) র্শেরশাহের
(c) ফারুখশিয়ারের
(d) হুমায়ুনের

উত্তরঃ (b) র্শেরশাহের

49. রায়গড় দুর্গে কার রাজ্যাভিষেক হয়েছিল?
(a) শাহু
(b) শম্ভুজি
(c) শিবাজি
(d) রাজারাম

উত্তরঃ (c) শিবাজি

50. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
(a) ইলিয়াস শাহ
(b) সিকন্দার শাহ
(c) আজম শাহ
(d) হামজা শাহ

উত্তরঃ (b) সিকন্দার শাহ

51. কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের গ্রামসভা?
(a) 19 ডিসেম্বর, 1947
(b) 9 ডিসেম্বর, 1948
(c) 9 ডিসেম্বর, 1946
(d) 9 ডিসেম্বর, 1943

উত্তরঃ (c) 9 ডিসেম্বর, 1946

52. নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
(a) অমরকণ্টক মালভূমি
(b) বিন্ধ্যপর্বতমালা
(c) মাইথন পর্বতমালা
(d) পলাশি পর্বত

উত্তরঃ (a) অমরকণ্টক মালভূমি

53. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল:
(a)গাঙ্গেয় বদ্বীপ
(b) মিসিসিপি বদ্বীপ
(c) ইরাবতী বদ্বীপ
(d) গােদাবরী বদ্বীপ

উত্তরঃ (a)গাঙ্গেয় বদ্বীপ

54. কোন নদীর তীরে কোটা অবস্থিত?
(a) সােন
(b) যমুনা
(c) চম্বল
(d) লুনি

উত্তরঃ (c) চম্বল

55. পৃথিবীর সর্বোচ্চ Gravity Dam হল:
(a) হিরাকুঁদ
(b) ভাকরা
(c) মেঙুর
(d) মাইথন

উত্তরঃ (b) ভাকরা

56. দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়:
(a) কাবেরীকে
(b) কৃষ্ণাকে
(c) নর্মদাকে
(d) গোদাবরীকে

উত্তরঃ (d) গোদাবরীকে

57. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হল:
(a) হুডু
(b) শিবসমুদ্রম
(c) নর্মদা
(d) যােগ

উত্তরঃ (b) শিবসমুদ্রম

58. নীচের কোনটি ঠিক নয়?
(a) কটক-মহানদী
(b) দিল্লি-যমুনা
(c) হরিদ্বার-গঙ্গা
(d) আগ্রা গঙ্গা

উত্তরঃ(d) আগ্রা গঙ্গা

59. সর্বতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ
(a) সম্বর
(b) ডাল
(c) লােকটাক
(d) ষ্টলকা

উত্তরঃ (a) সম্বর

60. হিরাকুদ পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে উঠেছে?
(a) কৃষ্ণা
(b) মহানদী
(c) কোশী
(d) চম্বল

উত্তরঃ (b) মহানদী

61.কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম:
(a) ফেনল
(b) বেঞ্জিন
(c) জাইলিন
(d) রেসারপিন

উত্তরঃ (a) ফেনল

File Details:-
File Name:- General knowledge Questions And Answers In Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  2 Mb
File Location:- Google Drive

Download:- Click Here to Download