5th September 2022 Current Affairs in Bengali | 5th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 5th September 2022 Current Affairs in Bengali | 5th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th September 2022 Current Affairs in Bengali | 5th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



5th September 2022 Current Affairs in Bengali | 5th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতে শিক্ষক দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়ে থাকে?

উত্তর:- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন

  1. বিশ্ব সামোসা দিবস কবে পালন করা হয়?



উত্তর:- ৫ই সেপ্টেম্বর

  1. “International Day of Charity” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- ৫ই সেপ্টেম্বর

  1. সম্প্রতি RBI কোন রাজ্যে কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের ডিজিটালাইজেশনের পাইলট প্রকল্প চালু করলো?

উত্তর:- মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু

  1. কর্ণাটকের পুণ্যকোটি দত্তু যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- কিচ্ছা সুদীপ

  1. সম্প্রতি ভারতের প্রথম এলএনজি জ্বালানিযুক্ত সবুজ ট্রাক প্ল্যান্ট কোথায় চালু করা হলো?

উত্তর:- চাকান, পুনে

  1. শিক্ষক দিবসে UGC কয়টি ফেলোশিপ এবং গবেষণা অনুদান চালু করলো?

উত্তর:- 5 টি

  1. শিক্ষক দিবসে কতজন শিক্ষককে জাতীয় পুরস্কারে ভূষিত করা হলো?

উত্তর:- 46 জন শিক্ষক

  1. সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোন পুরস্কারে ভূষিত হলেন?

উত্তর:- সেরা ন্যারেশনের জন্য এমি অ্যাওয়ার্ড

  1. 28তম আবুধাবি মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2022 কে জিতলো?

উত্তর:- গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি

  1. T20 ইতিহাসে কোন ক্রিকেটার সর্বোচ্চ 50-এর বেশি স্কোর করেছেন?




উত্তর:- বিরাট কোহলি

  1. সম্প্রতি NHPC -এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?

উত্তর:- যমুনা কুমার চৌবে




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।