5th October 2022 Current Affairs in Bengali | 5th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 5th October 2022 Current Affairs in Bengali | 5th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th October 2022 Current Affairs in Bengali | 5th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



5th October 2022 Current Affairs in Bengali | 5th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব শিক্ষক দিবস” (World Teachers’ Day) কবে পালিত হয়ে থাকে ?

উত্তর:- 5th অক্টোবর

  1. বাণিজ্য বিভাগের সচিব হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন ?



উত্তর:- সুনীল বার্থওয়াল (Sunil Barthwal).

  1. ভারতীয় রেল সম্প্রতি কোন সংস্থা দ্বারা তৈরি RTIS সিস্টেম ইনস্টল করলো?

উত্তর:- ISRO

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার তফসিলি উপজাতি (ST) এর জন্য সংরক্ষণ 10% এ উন্নীত করলো?

উত্তর:- তেলেঙ্গানা (Telangana).




  1. ইন্ডিয়ান আমেরিকান চেম্বার অফ কমার্স (IACC) এর জাতীয় সভাপতি হিসেবে সম্প্রতি কে নিয়োজিত হলেন?

উত্তর:- ললিত ভাসিন (Lalit Bhasin).

  1. 32তম বিহারী পুরস্কার 2022 -এর জন্য কাকে নির্বাচিত করা হলো?

উত্তর:- মাধব হাদা (Madhav Hada).

  1. সন্দীপ কুমার গুপ্ত সম্প্রতি কোন কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হলেন?

উত্তর:- দেশের বৃহত্তম গ্যাস GAIL (ইন্ডিয়া) লিমিটেডের।

  1. সম্প্রতি সিআরপিএফ (CRPF) -এর 37 তম ডিজি (Director General) হিসেবে কে নিয়োজিত হলেন?

উত্তর:- সুজয় লাল থাওসেন (Sujoy Lal Thaosen).

  1. মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মহাত্মা গান্ধীর 153তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন উদ্যোগ চালু করলেন?

উত্তর:- ‘বন্দে মাতরম’ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের ‘হ্যালো’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলতে বাধ্য করা হবে।

  1. ছত্তিশগড় সরকার সম্প্রতি প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে (পলিটেকনিক এবং আইটিআই) প্রযুক্তিগত কেন্দ্রে পরিণত করতে কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে (Tata Technologies Ltd.)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।