5th November 2023 Current Affairs in Bengali Quiz | 5th নভেম্বর 2023 Current Affairs in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th November 2023 Current Affairs in Bengali Quiz | 5th নভেম্বর 2023 Current Affairs in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th November 2023 Current Affairs in Bengali Quiz | 5th নভেম্বর 2023 Current Affairs in Bengali

5th November 2023 Current Affairs in Bengali Quiz | 5th নভেম্বর 2023 Current Affairs in Bengali

1. সম্প্রতি কোন দুই দেশের মধ্যে ঝুলা ঘাট সাসপেনশন ব্রিজ নির্মাণ করা হলো?

উত্তর:- ভারত ও নেপাল

2. সম্প্রতি মুম্বাই -এর ওয়াংখেড় স্টেডিয়ামে কোন বিখ্যাত ক্রিকেটারের স্ট্যাচু উন্মোচন করা হলো?

উত্তর:- শচীন টেন্ডুলকার

3. সম্প্রতি কলকাতার রাজ ভবনে ‘Throne Room’ -এর নামকরণ হয়েছে কার নামে?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল

4. ইউনেস্কোর দ্বারা ভারতের কোন শহরকে “City of Music” আখ্যা দেওয়া হলো?

উত্তর:- গোয়ালিয়র, মধ্যপ্রদেশ

5. পাঁচ বছরের মেয়াদে শ্রী সোমনাথ ট্রাস্ট (SST) এর চেয়ারম্যান হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- নরেন্দ্র মোদী

6. দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্বস্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর হিসেবে সম্প্রতি কাকে নির্বাচিত করা হলো?  

উত্তর:- সায়মা ওয়াজেদ

7. 2023 সালে “British Academy Book Prize” জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা?

উত্তর:- নন্দিনী দাস

8. 2023 সালে “রোহিনী নায়ার” পুরস্কারে ভূষিত হলেন কে?

উত্তর:- দীনানাথ রাজপুত

9. সম্প্রতি অনুষ্ঠিত কে “Mexico City Grand Prix 2023” জয়লাভ করলেন কে?

উত্তর:- ম্যাক্স ভাস্টাপেন

10. সম্প্রতি প্রকাশিত “Global Housing Price Rise Index 2023” -এ প্রথম স্থান অধিকার করেছে কোন শহর?

উত্তর:- ফিলিপিন্সের রাজধানী শহর ম্যানিলা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।