5th January 2024 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th January 2024 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th January 2024 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

5th January 2024 Current Affairs in Bengali Quiz | 5th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ‘ডেজার্ট সাইক্লোন’ নামক যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

উত্তর:- সংযুক্ত আরব আমিরাত

2. কেন্দ্রীয় সরকারের 16 তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অরবিন্দ পানাগড়িয়া (Arvind Panagariya).

3. সম্প্রতি কে “স্বামীনাথন পুরস্কার” দ্বারা ভূষিত হলেন?

উত্তর:- বি. আর. কম্বোজ (B.R. Kamboj

4. সম্প্রতি কে জেনারেল অফিসার হিসাবে ‘চেতক কর্পস’ -এর কমান্ড গ্রহণ করেছেন?

উত্তর:- নগেন্দ্র সিং (Nagendra Singh).

5. রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সুধাংশ পান্ত (Sudhansh Pant).

6. পাওয়ার গ্রিড কর্পোরেশনের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- রবীন্দ্র কুমার ত্যাগী (Ravindra Kumar Tyagi).

7. ভারত সম্প্রতি কত বছরের জন্য জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে?

উত্তর:- 4 বছর

8. সম্প্রতি প্রয়াত বেদ প্রকাশ নন্দ কে ছিলেন?

উত্তর:- আন্তর্জাতিক আইন অধ্যাপক

9. সম্প্রতি “অ্যাডোরা ম্যাজিক সিটি” নামক প্রথম স্বদেশী ক্রুজ জাহাজ চালু করলো কোন দেশ?

উত্তর:- চীন

10. সম্প্রতি ভারতে প্রথম সিরাপ আকারে লঞ্চ হওয়া প্রথম কেমো ওষুধের নাম কী?

উত্তর:- Prevall.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।