5th December 2023 Current Affairs in Bengali Quiz | 5th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th December 2023 Current Affairs in Bengali Quiz | 5th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th December 2023 Current Affairs in Bengali Quiz | 5th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

5th December 2023 Current Affairs in Bengali Quiz | 5th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব মৃত্তিকা দিবস” (World Soil Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 5th ডিসেম্বর

2. সম্প্রতি কোন কোম্পানি “India’s Most Innovative Tile Brand” -এর তকমা পেয়েছে?

উত্তর:- Qutone Tiles.

3. সম্প্রতি কোন রাজ্য সরকার অঙ্গণওয়াড়ি কেন্দ্রে “Hot Cooked Meal Scheme” চালু করলো?

উত্তর:- উত্তর প্রদেশ

4. সম্প্রতি প্রকাশিত “India’s Moment: Changing Power Equations around the World” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- মোহন কুমার

5. সম্প্রতি মাদাগাস্কার রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?

উত্তর:- Andry Rajoelina.

6. সম্প্রতি Sparsh CCTV কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সোনু সুদ

7. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর কতজন সদস্য নিয়ে ভাইস-চেয়ারম্যানদের প্যানেল পুনর্গঠন করেছেন?

উত্তর:- ৮ জন

8. বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল কোথায় উদ্বোধন করা হলো? (world’s first portable hospital)

উত্তর:- গুরুগ্রাম

9. সমৃদ্ধি কনক্লেভ নামে ডিপটেক স্টার্টআপ প্রচার প্রচারণা শুরু করেছে কোন IIT ?

উত্তর:- IIT Ropar.

10. ভারত আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে পুনরায় নির্বাচিত হয়েছে, এর সদর দপ্তর কোথায়?

উত্তর:- লন্ডন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।