4th October 2022 Current Affairs in Bengali | 4th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 4th October 2022 Current Affairs in Bengali | 4th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th October 2022 Current Affairs in Bengali | 4th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



4th October 2022 Current Affairs in Bengali | 4th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব প্রাণী দিবস” (World Animal Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th অক্টোবর

  1. 2022 সালে কোন শহর ‘ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস’-এর আয়োজন করতে চলছে ?



উত্তর:- নয়াদিল্লি (New Delhi)

  1. সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন (IAF) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন?

উত্তর:- ডাঃ এ কে অনিল কুমার (Dr. A K Anil Kumar).

  1. বিশ্বের বৃহত্তম বায়ু-সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোন কোম্পানি দ্বারা চালু হলো ?




উত্তর:- আদানি গ্রীন এনার্জি লিমিটেড (AGEL)

  1. ‘স্বচ্ছ সার্ভেকশান অ্যাওয়ার্ড 2022’ (Swachh Survekshan Awards 2022)-এ কোন শহর প্রথম স্থান পেল?

উত্তর:- ইন্দোর (Indore).

  1. UNICEF -এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের উচ্চ শিক্ষা প্রদান করা হলে বাল্যবিবাহ কত শতাংশ কমতে পারে?

উত্তর:- ৮০ শতাংশ

  1. সম্প্রতি কোন দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলো ?

উত্তর:- যুক্তরাষ্ট্র (United States)

  1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের 50টি একচেটিয়া এবং আইকনিক ঐতিহ্যবাহী টেক্সটাইল কারুশিল্পের একটি তালিকা উন্মোচন করলো?

উত্তর:- ইউনেস্কো (UNESCO).

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী “ডেইরি প্লাস স্কিম” (Dairy Plus Scheme) চালু করলেন?

উত্তর:- মধ্য প্রদেশ

  1. কোন কোম্পানি সম্প্রতি ইভির জন্য ভারতের প্রথম 3000°F উচ্চ ক্ষমতার সুপারক্যাপাসিটার তৈরি করলো ?

উত্তর:- GODI ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।