Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 4th November 2022 Current Affairs in Bengali | 4th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th November 2022 Current Affairs in Bengali | 4th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

4th November 2022 Current Affairs in Bengali | 4th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সাধারণ জ্ঞান দিবস (Common Sense Day) কবে পালন করা হয়?
উত্তরঃ ৪ঠা নভেম্বর
- কোথায় জাতীয় উপজাতি নৃত্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- ছত্তিশগড়ের রায়পুর
- ভারতের কোন স্টিল প্ল্যান্ট রেসপন্সিবল স্টিল সাইট সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রথম হয়েছে?
উত্তর:- জামশেদপুর স্টিল প্ল্যান্ট
- কোন বীমা কোম্পানি স্যাটেলাইট সূচক-ভিত্তিক ফার্ম ইল্ড ইন্স্যুরেন্স পলিসি চালু করলো?
উত্তর:- HDFC ERGO
- ঢাকায় বাংলাদেশ কর্তৃক মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ সম্মানে কাকে ভূষিত করা হলো?
উত্তর:- এডওয়ার্ড এম কেনেডি (Edward M Kennedy).
- রিলায়েন্স রিটেল কোন নতুন ব্র্যান্ড লঞ্চ করলো?
উত্তর:- এক্সলেরেট (Xlerate).
- সোনাটা সফটওয়্যার তার নতুন ডেটা সেন্টার কোথায় চালু করলো?
উত্তর:- বেঙ্গালুরু
- কলিন্স ডিকশনারী দ্বারা ঘোষিত UK -এর বছরের সেরা শব্দ কোনটি?
উত্তর:- পারমাক্রিসিস (Permacrisis).
- গুগল তার অ্যাপ এবং প্ল্যাটফর্মে কোন নতুন ফীচার যোগ করলো?
উত্তর:- গুগল লেন্স (Google Lens).
- চলতি মাসে প্রধানমন্ত্রী মোদি কোন কর্মসূচি চালু করতে চলছে ?
উত্তর:- নমামি গঙ্গে
- মাইক্রো ফরেস্ট তৈরির জন্য তথ্যপ্রযুক্তি বিভাগ কোন নতুন উদ্যোগ ঘোষণা করেছে?
উত্তর:- হারিত আয়কার উদ্যোগ (HARIT Aaykar Initiative).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।