4th March 2023 Current Affairs in Bengali | 4th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th March 2023 Current Affairs in Bengali | 4th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th March 2023 Current Affairs in Bengali | 4th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th March 2023 Current Affairs in Bengali | 4th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব স্থূলতা দিবস” (World Obesity Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 4th মার্চ

  1. সম্প্রতি কে নাগাল্যান্ড বিধানসভায় প্রথম মহিলা বিধায়ক নির্বাচিত হলেন?

উত্তর:- হেকানি জাখালু (Hekani Jakhalu).

  1. সম্প্রতি ভারতের 81তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন?

উত্তর:- সায়ন্তন দাস

  1. সম্প্রতি কে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার 2022 পুরষ্কার জিতলেন?

উত্তর:- শশীধর জগদীশন (Sashidhar Jagdishan).

  1. ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- ক্রেগ ফুলটন (Craig Fulton).

  1. বার্ষিক রাইসিনা সংলাপের অষ্টম সংস্করণের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন?

উত্তর:- ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি

  1. সম্প্রতি ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- ভো ভ্যান থুং (Vo Van Thuong).

  1. ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?

উত্তর:- দীনেশ কে ত্রিপাঠি

  1. সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (CERC) এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- জিষ্ণু বড়ুয়া (Jishnu Baruah).

  1. ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী সশাস্ত্র সীমা বল (SSB) এর Director-General হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রশ্মি শুক্লা (Rashmi Shukla).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।