4th July 2023 Current Affairs in Bengali Quiz | 4th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th July 2023 Current Affairs in Bengali Quiz | 4th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th July 2023 Current Affairs in Bengali Quiz | 4th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th July 2023 Current Affairs in Bengali Quiz | 4th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) কোন ভারতীয় রাষ্ট্রদূতের মেয়াদ নয় মাস বাড়ানো হয়েছে?

উত্তর:- ব্রজেন্দ্র নবনীত (Brajendra Navnit)

2. ফর্মুলা ওয়ানে “অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023” কে জিতেছেন?

উত্তর:- ম্যাক্স ভার্স্টাপেন (Max Verstappen).

3. ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- তুষার মেহতা (Tushar Mehta).

4. মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর:- অজিত পাওয়ার (Ajit Pawar).

5. ভারতের G20 সভাপতিত্বে ‘Startup 20 Shikhar’ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- গুরুগ্রাম, হরিয়ানা

6. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান জার্সি স্পন্সর হয়েছে কোন কোম্পানি?

উত্তর:- Dream11

7. ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে?

উত্তর:- ওড়িশা

8. “FIFA World Rankings” -এ ভারতের ফুটবল দল কত তম স্থান অধিকার করেছে?

উত্তর:- ১০০ তম।

9. সম্প্রতি “Lausanne Diamond League 2023” কে জিতলেন?

উত্তর:- নিরাজ চোপড়া

10. সম্প্রতি SBI-এর নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- কামেশ্বর রাও কোডবন্তী।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।