4th February 2024 Current Affairs in Bengali Quiz | 4th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th February 2024 Current Affairs in Bengali Quiz | 4th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th February 2024 Current Affairs in Bengali Quiz | 4th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th February 2024 Current Affairs in Bengali Quiz | 4th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th ফেব্রুয়ারী

2. সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করেছে?

উত্তর:- ক্যামেরুন।

3. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করেছেন?

উত্তর:- সাতনাম সিং সান্ধু (Satnam Singh Sandhu)

4. সম্প্রতি NTPC গ্রীন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেনের জন্য কোন রাজ্য সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

5. সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?

উত্তর:- ডিব্রুগড়

6. সম্প্রতি কে FIH হকি 5S মহিলা বিশ্বকাপ শিরোপা জিতলো?

উত্তর:- নেদারল্যান্ডস

7. সম্প্রতি অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2024 -এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে কে জয়লাভ করেছে?

উত্তর:- দিব্যাংশ সিং পানওয়ার

8. ফিল্মফেয়ার পুরষ্কার 2024 -এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

উত্তর:- 12th ফেল

9. সম্প্রতি প্রকাশিত ‘এক সমন্দর, আমার অন্দর’ বইটির লেখক কে?

উত্তর:- সঞ্জীব জোশী (Sanjeev Joshi)

10. 69th Filmfare Awards -এ সেরা অভিনেতার পুরষ্কার পেলেন কে?

উত্তর:- রণবীর কাপুর।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।