Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th February 2023 Current Affairs in Bengali | 4th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th February 2023 Current Affairs in Bengali | 4th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
4th February 2023 Current Affairs in Bengali | 4th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব ক্যান্সার দিবস” (World Cancer Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 4th ফেব্রুয়ারী।
- অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে কোন শহরটিকে বেছে নেওয়া হয়েছে?
উত্তর:- বিশাখাপত্তনম।
- সম্প্রতি কোন শহরটি ‘মিলিটারি লিটারেচার ফেস্টিভ্যাল’ আয়োজন করেছে?
উত্তর:- পাতিয়ালা (Patiala)
- প্রথম G20 ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- চণ্ডীগড়
- দেশে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে জানার জন্য কোন ব্যাংক সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ইনডেক্স তৈরি করেছে?
উত্তর:- RBI
- সম্প্রতি আসামের নতুন ডিজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- জ্ঞানেন্দ্র প্রতাপ সিং।
- সম্প্রতি কোন রাজ্য সরকার সুবিধাবঞ্চিত মহিলাদের সক্ষম ও স্বনির্ভর করে তুলতে ‘সমগ্র শিক্ষা অভিযান’ (Samagra Shiksha Abhiyan) চালু করেছে?
উত্তর:- উত্তরপ্রদেশ সরকার।
- কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুল শিক্ষকদের জন্য ‘জীবন বিদ্যা শিবির’ (Jeevan Vidya Shivir) আয়োজন করেছে?
উত্তর:- দিল্লী সরকার।
- সম্প্রতি কোন দেশ ‘হকি বিশ্বকাপ 2023’ জিতলো?
উত্তর:- জার্মানি
- সম্প্রতি কে FIH 2023 -এর প্রেসিডেন্ট পুরস্কার দ্বারা সম্মানিত হলেন?
উত্তর:- ভি কার্তিকেয়ান পান্ডিয়ান (V Karthikeyan Pandian).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।