Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 4th December 2022 Current Affairs in Bengali | 4th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th December 2022 Current Affairs in Bengali | 4th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
4th December 2022 Current Affairs in Bengali | 4th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “নৌবাহিনী দিবস” (Navy Day) কোন দিনটিতে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 4th ডিসেম্বর
- ‘হিমালয়ান ইয়াক’ কে খাদ্য প্রাণী হিসাবে অনুমোদন করল কোন সংস্থা?
উত্তর:- FSSAI
- ‘এমিসারি অফ পিস অ্যাওয়ার্ড’ কে পেলেন?
উত্তর:- শ্রী শ্রী রবিশঙ্কর
- সম্প্রতি ‘সুদর্শন প্রহর অনুশীলন’ কোথায় শুরু হয়েছে?
উত্তর:- রাজস্থান
- পর্তুগিজদের আন্তর্জাতিক লুসোফোন উৎসব কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- গোয়া
- সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী AMLAN অ্যানিমিয়া মুক্ত লক্ষ অভিযান চালু করেছেন?
উত্তর:- ওড়িশা
- চীনের কোন প্রাক্তন রাষ্ট্রপতি সম্প্রতি প্রয়াত হলেন?
উত্তর:- জিয়াং জেমিন
- Marico’s Saffola Fittify -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- জাহ্নবি কাপুর
- ‘One District One Sport’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- উত্তরপ্রদেশ
- ২০২২ সালের ডিসেম্বর মাসে UN Security Council-এ সভাপতিত্ব করছে কোন দেশ?
উত্তর:- ভারত
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।