Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 3rd September 2022 Current Affairs in Bengali | 3rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd September 2022 Current Affairs in Bengali | 3rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

3rd September 2022 Current Affairs in Bengali | 3rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ‘World Beard Day’ কবে পালন করা হয়ে থাকে ?
উত্তরঃ ৩রা সেপ্টেম্বর
2. ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকায় কীসের প্রতীক আছে?
উত্তর: ছত্রপতি শিবাজী মহারাজের রাজকীয় সীল।
3. ONGC-এর অন্তর্বর্তীকালীন নতুন চেয়ারম্যান হিসেবে কার নাম অনুমোদন করা হলো?
উত্তরঃ রাজেশ কুমার শ্রীবাস্তব
4. সম্প্রতি AIR -এর সংবাদ বিভাগের ডিজি হিসাবে কাকে নিযুক্ত করা হলো ?
উত্তরঃ বসুধা গুপ্তা
5. আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস কবে পালন করা হয়ে থাকে ?
উত্তরঃ ৩রা সেপ্টেম্বর
6. কোন ফোনে হোয়াটসঅ্যাপ তার পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ?
উত্তরঃ iPhone 5 এবং iPhone 5c
7. SBI ব্যাঙ্ক সম্প্রতি কোন নতুন কার্ড চালু করলো ? উত্তর: Cashback SBI Card.
8. সম্প্রতি Starbucks -এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?
উত্তর: লক্ষ্মণ নরসিংহন (Laxman Narasimhan)
9. সম্প্রতি AIFF -এর সভাপতি হিসেবে কে হলেন ?
উত্তর: কল্যাণ চৌবে (Kalyan Chaubey)
10. ভারতের শীর্ষ 10টি সবচেয়ে মূল্যবান সংস্থাগুলির মধ্যে কোন সংস্থাটি শীর্ষস্থানে অধিকার করেছে ?
উত্তর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।