3rd November 2022 Current Affairs in Bengali | 3rd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 3rd November 2022 Current Affairs in Bengali | 3rd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd November 2022 Current Affairs in Bengali | 3rd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

3rd November 2022 Current Affairs in Bengali | 3rd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কোন বাঘ সংরক্ষণাগারটি ভারতের 53তম বাঘ সংরক্ষণাগার হিসেবে গড়ে উঠল?

উত্তর:- উত্তরপ্রদেশের রানিপুর টাইগার রিজার্ভ

  1. 2023 সালের মার্চ মাসে রাজস্থান ইন্টারনেট এক্সপো কোথায় আয়োজিত হতে চলেছে ?

উত্তর:- যোধপুর (Jodhpur).

  1. WhatsApp সম্প্রতি কোন নতুন ফীচার চালু করছে?

উত্তর:- নিজেকে মেসেজ করুন (Message yourself).

  1. সাইবার ও আর্থিক অপরাধ দমনের জন্য মহারাষ্ট্রে কোন ইউনিট স্থাপিত হতে চলেছে?

উত্তর:- সাইবার ইন্টেলিজেন্স ইউনিট

  1. ইন্ডিয়া এক্সপো সেন্টারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন অনুষ্ঠানের উদ্বোধন করলেন?

উত্তর:- ৭ম ইন্ডিয়া ওয়াটার উইক (7th India Water Week).

  1. খনি বিভাগের কোন রাজ্যের পোর্টালটি ই-গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হলো?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর ভারতের প্রথম হাইপার-স্কেল ডেটা সেন্টার Yotta D1 উদ্বোধন করলেন কোন স্থানে ?

উত্তর:- গ্রেটার নয়ডা

  1. কর্ণাটক সরকার ISRO -এর প্রাক্তন চেয়ারম্যান K Sivan -কে কোন পুরস্কারে ভূষিত করতে চলছে ?

উত্তর:- রাজজ্যোৎসব পুরস্কার

  1. চীনে কোভিড লকডাউনের প্রতিবাদে বাপ্পি লাহিড়ীর কোন গান জনপ্রিয় হয়ে উঠেছে ?

উত্তর:- জিম্মি জিম্মি (Jimmi Jimmi).

  1. শিখ যুদ্ধের প্রবীণদের সম্মান জানাতে একটি শিখ স্মৃতিসৌধ কোথায় স্থাপন করা হলো?

উত্তর:- ইংল্যান্ডের লিসেস্টার শহরে।

  1. ৫ম খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

উত্তর:- মধ্যপ্রদেশ

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।