3rd May 2023 Current Affairs in Bengali WBCS Quiz | 3rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd May 2023 Current Affairs in Bengali WBCS Quiz | 3rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd May 2023 Current Affairs in Bengali WBCS Quiz | 3rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd May 2023 Current Affairs in Bengali WBCS Quiz | 3rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক সূর্য দিবস” (International Sun Day) ও “বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস” (World Press Freedom Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 2nd মে

  1. সম্প্রতি LIC -এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সিদ্ধার্থ মোহান্তি

  1. দিওয়ালীকে অফিসিয়াল ছুটি হিসাবে ঘোষণা করা হলো আমেরিকার কোন শহরে?

উত্তর:- পেনসিলভেনিয়া

  1. সম্প্রতি কোথায় “Millets Experience Centre” চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার?

উত্তর:- নিউ দিল্লি

  1. 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতলেন?

উত্তর:- আলিয়া ভাট

  1. সম্প্রতি Air India -র চিফ টেকনিকাল অফিসার পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- শিশির কান্ত দাস

  1. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পাঁচজন মহিলা অফিসারকে সামরিক বাহিনীর কোন বিভাগে নিয়োগ করলো?

উত্তর:- আর্টিলারি রেজিমেন্ট বিভাগে।

  1. ভারতের কোন মেট্রো “Green World Award 2023” জিতলো?

উত্তর:- চেন্নাই মেট্রো

  1. Cycling Federation of India -এর প্রেসিডেন্ট পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- পঙ্কজ সিং

  1. সম্প্রতি প্রকাশিত ‘Smoke and Ashes’ শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- অমিতাভ ঘোষ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।