Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd March 2023 Current Affairs in Bengali | 3rd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd March 2023 Current Affairs in Bengali | 3rd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
3rd March 2023 Current Affairs in Bengali | 3rd মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব বন্যপ্রাণী দিবস” (World Wildlife Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 3rd মার্চ
- ‘পুসা কৃষি বিজ্ঞান মেলা’ কোন শহরে আয়োজিত হচ্ছে?
উত্তর:- নয়াদিল্লি
- অনুশীলন “DUSTLIK 2023” ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হলো?
উত্তর:- উজবেকিস্তান
- ছয় বছর পর 2023 সালে নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপ শিরোপা জিতলো কোন দল?
উত্তর:- ম্যানচেস্টার ইউনাইটেড
- সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা ‘গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম সামিট’-এর আয়োজক রাজ্য কোনটি?
উত্তর:- কেরালা
- সম্প্রতি নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- বোলা টিনুবু (Bola Tinubu)
- এশিয়ান দাবা ফেডারেশন কর্তৃক ‘বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার’ দ্বারা কাকে সম্মানিত করা হলো?
উত্তর:- D Gukesh
- সম্প্রতি পেপসি ইন্ডিয়া -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- রণবীর সিং
- সম্প্রতি গোদরেজ ইন্ডাস্ট্রিজ এর রাসায়নিক ব্যবসার CEO হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিশাল শর্মা
- সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কোন ক্রিকেটারের আইকনিক মূর্তি স্থাপন করা হলো?
উত্তর:- শচীন টেন্ডুলকার।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।