3rd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

3rd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 3rd জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1. “World Bicycle Day” কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 3rd মে

2. সম্প্রতি কোন দেশ ‘Shenzhou-16’ মিশন চালু করেছে?

উত্তর:- চীন

3. কোন রাজ্য কোনার্ক সূর্য মন্দির কমপ্লেক্স তৈরি করার কথা ঘোষণা করেছ?

উত্তর:- ওড়িশা

4. সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- অমরেন্দু প্রকাশ

5. কোন কোম্পানি 6 হাজার শিক্ষার্থী এবং 200 জন শিক্ষককে সাইবার নিরাপত্তার প্রশিক্ষণ দিতে ভারত সরকারের সাথে যুক্ত হয়েছে?

উত্তর:- মাইক্রোসফ্ট (Microsoft).

6. তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 2nd জুন

7. সম্প্রতি নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন কে?

উত্তর:- Bola Ahmed Tinubu.

8. সম্প্রতি প্রকাশিত ‘NTR: A Political Biography’ শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- রামচন্দ্র মূর্তি কন্দুভাতলা।

9. সম্প্রতি “International Civil Aviation Organization (ICAO)” -এ ভারতের প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অংশুমালী রাস্তগী

10. সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে হকিতে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ?

উত্তর:- ভারত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।