3rd February 2023 Current Affairs in Bengali | 3rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd February 2023 Current Affairs in Bengali | 3rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd February 2023 Current Affairs in Bengali | 3rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd February 2023 Current Affairs in Bengali | 3rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সাম্প্রতিক RBI সমীক্ষা অনুসারে, কোন রাজ্য কেন্দ্র থেকে সর্বোচ্চ GST ক্ষতিপূরণ লাভ করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

  1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘টুয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম (TPP) অগ্রগতি প্রতিবেদন’ প্রকাশ করেছে?

উত্তর:- National Statistical Office

  1. কোন দেশ সম্প্রতি, ভারতের সাথে পাঁচ বছরের জন্য সাংস্কৃতিক সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মিশর

  1. সম্প্রতি কোন রাজ্যে কোথায় অভিবাসীদের জন্য প্রথম জরিপ শুরু হয়েছে?

উত্তর:- ঝাড়খণ্ড

  1. কোন রাজ্য সরকার সম্প্রতি প্রকৃতি ও পাখি উৎসবের 7 তম সংস্করণ আয়োজন করতে চলছে?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. সম্প্রতি কোন রাজ্যের Woxsen University মেয়েদের জন্য প্রজেক্ট অ্যাসপিরেশন চালু করেছে?

উত্তর:- তেলেঙ্গানা

  1. সম্প্রতি ‘শি ফিডস দ্য ওয়ার্ল্ড’ (She Feeds the World) প্রোগ্রাম চালু করেছে কোন সংস্থা?

উত্তর:- পেপসিকো ফাউন্ডেশন (Pepsico Foundation).

  1. “Aero India Show-2023” হোস্ট করতে চলছে কোন শহর?

উত্তর:- বেঙ্গালুরু

  1. সম্প্রতি ভারত 12টিরও বেশি চিতা আনার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- দক্ষিন আফ্রিকা

  1. কোন দেশের রেলপথ সম্প্রতি বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক রেলওয়ে নেটওয়ার্কে পরিণত হতে চলেছে?

উত্তর:- ভারতীয় রেলওয়ে (Indian Railways).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।