Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 3rd December 2022 Current Affairs in Bengali | 3rd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd December 2022 Current Affairs in Bengali | 3rd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
3rd December 2022 Current Affairs in Bengali | 3rd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- ক্রিকেটে একদিনে সর্বোচ্চ ৫০৬ রান করার বিশ্ব রেকর্ড গড়লো কোন দেশ?
উত্তর:- ইংল্যান্ড
- WHO দ্বারা মাঙ্কিপক্সের নতুন নাম কী দেওয়া হলো?
উত্তর:- mpox
- কোন দেশ চাঁদের মহাকাশযানকে সফলভাবে চালিত করতে বাষ্প ব্যবহার করতে চলছে?
উত্তর:- জাপান
- সম্প্রতি বিহারে ‘ডাক্তার আপকে দ্বার’ মোবাইল হেলথ ক্লিনিক কে উদ্বোধন করলেন?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী আর.কে. সিং
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন Executive Director হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- এম পরমাসিভম (M Paramasivam).
- সম্প্রতি ভারত কোন দেশকে 100 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা করল?
উত্তর:- মালদ্বীপ
- সম্প্রতি ‘প্যারা স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার কে পেলেন?
উত্তর:- অবনি লেখরা (Avni Lekhra)
- কোন দেশের চলচ্চিত্র ‘নারগেসি’ (Nargesi) সম্প্রতি IFFI-তে ICFT UNESCO গান্ধী পদক জিতলো?
উত্তর:- ইরান
- সম্প্রতি কোন দেশের গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হতে চলেছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
- ভারতের বৃহত্তম আন্তর্জাতিক যোগা সেন্টার কোথায় তৈরি করা হলো?
উত্তর:- জম্মু-কাশ্মীর
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।