Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 31st May 2023 Current Affairs MCQ in Bengali Quiz | 31st মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st May 2023 Current Affairs MCQ in Bengali Quiz | 31st মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর।
31st May 2023 Current Affairs MCQ in Bengali Quiz | 31st মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর
1. সম্প্রতি 57তম জ্ঞানপীঠ পুরস্কারে পুরস্কৃত হলেন কে?
উত্তর:- গোয়ার লেখক দামোদর মৌজো।
2. ভারত সম্প্রতি কোন দেশে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমোদন পেল?
উত্তর:- নেপালে
3. জলবায়ু সংকট মোকাবেলায় সম্প্রতি COP28 উপদেষ্টা কমিটিতে কে যোগ দিলেন?
উত্তর:- মুকেশ আম্বানি
4. ‘UDAN 5.1’ প্রকল্পটি সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছে?
উত্তর:- বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় (Ministry of Civil Aviation).
5. আইপিএল 2023 সিজেনে কে “অরেঞ্জ ক্যাপ” পেয়েছেন?
উত্তর:- শুভমান গিল (Shubman Gill).
6. ‘ট্রান্সপোর্ট আউটলুক 2023’ (‘Transport Outlook 2023’) কোন প্রতিষ্ঠান প্রকাশ করেছে?
উত্তর:- ITF (International Transport Forum).
7. জর্জি গোস্পোদিনভ (Georgi Gospodinov) যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন, তিনি কোন দেশের বাসিন্দা?
উত্তর:- বুলগেরিয়া
8. সম্প্রতি কোন দেশ সংক্ষিপ্ত রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল নিষিদ্ধ করেছে যা ট্রেন দ্বারা কভার করা যায়?
উত্তর:- ফ্রান্স
9. উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করতে চলেছেন কে?
উত্তর:- প্রধানমন্ত্রী মোদী
10. সম্প্রতি কর্ণাটক ব্যাঙ্ক -এর MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- শ্রীকৃষ্ণান হরিহর শর্মা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।