31st March 2024 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 31st March 2024 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st March 2024 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

31st March 2024 Current Affairs in Bengali Quiz | 31st মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order of the Druk Gyalpo’ দ্বারা কাকে সম্মানিত করা হলো?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্স 100 -র মধ্যে সবচেয়ে শক্তিশালী বীমা ব্র্যান্ড কোনটি?

উত্তর:- লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

3. সম্প্রতি কোন রাজ্যে কল্যাণ চালুক্য রাজবংশের 900 বছরের পুরানো কন্নড় শিলালিপি পাওয়া গেছে?

উত্তর:- তেলেঙ্গানা

4. কোন দল আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে?

উত্তর:- সানরাইজার্স হায়দ্রাবাদ

5. জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ দেওয়া হয়েছিল?

উত্তর:- বিচারপতি মোহাম্মদ ইউসুফ ওয়ানি

6. সম্প্রতি উদ্বোধন হওয়া ‘নিম্মু-পদম-দরচা’ রাস্তা কোন দুটি রাজ্যকে সংযুক্ত করেছে?

উত্তর:- লাদাখ এবং হিমাচল প্রদেশ

7. কোন উপসাগরীয় দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলছে?

উত্তর:- সৌদি আরব (Saudi Arabia)

8. সম্প্রতি Surat Diamond Bourse -এর চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- গোবিন্দ ঢোলাকিয়া

9. সম্প্রতি কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন Simon Harris?

উত্তর:- আয়ারল্যান্ড

10. Indian Steel Association -এর প্রেসিডেন্ট পদে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- নবীন জিন্দাল।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।