30th May 2023 Top Current Affairs in Bengali | 30th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 30th May 2023 Top Current Affairs in Bengali | 30th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th May 2023 Top Current Affairs in Bengali | 30th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

30th May 2023 Top Current Affairs in Bengali | 30th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

1. TATA IPL 2023 চাম্পিয়ান হলো কোন দল?

উত্তর:- চেন্নাই সুপার কিংস

2. TATA IPL 2023 -এর বিজিত দল কোনটি?

উত্তর:- গুজরাট টাইটান্স

3. সম্প্রতি, ভারতে Realme কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বলিউড অভিনেতা শাহরুখ খান।

4. ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষ্যে কত টাকার কয়েন লঞ্চ করার কথা ঘোষণা করলো কেন্দ্র সরকার?

উত্তর:- ৭৫ টাকার কয়েন।

5. সম্প্রতি কোন দেশ ‘হাইড্রোজেনের উপর G20 উচ্চ-স্তরের নীতি’ প্রস্তাব করেছে?

উত্তর:- ভারত

6. সম্প্রতি কোন দেশ ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির জন্য 12-দফা উন্নয়ন পরিকল্পনা’ ঘোষণা করেছে?

উত্তর:- ভারত

7. সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী Tina Turner, তিনি কী নামে পরিচিত ছিলেন?

উত্তর:- ‘Queen of Rock’ নামে পরিচিত

8. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘Hamar Sughar Laik Abhiyan’ লঞ্চ করলো?

উত্তর:- ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

9. সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন?

উত্তর:- R দীনেশ

10. সম্প্রতি “NEXTSAT-2” স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করলো কোন দেশ?

উত্তর:- দক্ষিণ কোরিয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।