Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th March 2023 Current Affairs Quiz in Bengali PDF | 30th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th March 2023 Current Affairs Quiz in Bengali PDF | 30th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ।
30th March 2023 Current Affairs Quiz in Bengali PDF | 30th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ
- সরকার সম্প্রতি প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা কবে পর্যন্ত বাড়িয়েছে?
উত্তর:- 30 জুন 2023 পর্যন্ত
- QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023 অনুসারে, এশিয়ার সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ভারতের স্থান কত?
উত্তর:- দ্বিতীয় স্থান, (চীন প্রথম স্থান অধিকার করেছে)।
- কোন শহর ‘প্রথম G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ (TIWG) মিটিং’ হোস্ট করতে চলছে?
উত্তর:- মুম্বাই
- সম্প্রতি ভারতের প্রথম “Sovereign Green Bond” ফাইল করলো কে?
উত্তর:- HDFC Mutual Fund.
- সম্প্রতি কোন ব্যাংক তার প্রথম ইলেকট্রনিক ব্যাংক গ্যারান্টি জারি করেছে?
উত্তর:- Yes Bank.
- সম্প্রতি কোন দেশ জাতীয় জিনোম কৌশল চালু করেছে?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত
- চলতি বছরে SCO জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- নয়াদিল্লি
- ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (IBA) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- অজয় সিং
- বিশ্বব্যাংক সম্প্রতি কোন রাজ্যে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থার জন্য 363 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে?
উত্তর:- কর্ণাটক
- সম্প্রতি কে ‘CrickPe’ নামক একটি ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ লঞ্চ করেছে?
উত্তর:- অশনির গ্রোভার।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।