30th July 2022 Current Affairs in Bengali | 30th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 30th July 2022 Current Affairs in Bengali | 30th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th July 2022 Current Affairs in Bengali | 30th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 30th July 2022 Current Affairs in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



30th July 2022 Current Affairs in Bengali | 30th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস” কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 30th জুলাই

2. সম্প্রতি কে দেশের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী – বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে?

উত্তর:- কোচিন শিপইয়ার্ড লিমিটেড



3. ভারতীয় ভাষা প্রযুক্তির প্রচারের জন্য কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ‘ভারতে AI4 নিলেকানি সেন্টার’ চালু করেছে?

উত্তর:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ

4. ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের 2021 পুরষ্কারের জন্য বিশিষ্ট ইন্দোলজিস্ট কাকে দেওয়া হয়েছে?

উত্তর:- জেফরি আর্মস্ট্রং

5. সম্প্রতি রাজস্থান সরকার কোন রাজ্যের নারী নিধি ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়নের সাথে একটি মহিলা পরিচালিত সমবায় ব্যাঙ্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

উত্তর:- তেলেঙ্গানা

6. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বছরের প্রতিযোগিতা আইন সংশোধন করার জন্য একটি বিল অনুমোদন করেছে?

উত্তর:- 2002

7. সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এর পদক তালিকায় ভারতের অবস্থান কী?

উত্তর:- ৩৩ তম

8. সম্প্রতি আন্দামান ও নিকোবর কমান্ড কার সাথে UDAN প্রকল্পের আওতায় সংযোগ বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ

9. সম্প্রতি কোকা-কোলা লিমকা স্পোর্টস প্রচারের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- নীরজ চোপড়া

10. কোন ফর্মুলা ওয়ান রেসার সম্প্রতি ফর্মুলা ওয়ান থেকে অবসর ঘোষণা করেছেন?

উত্তর:- সেবাস্টিয়ান ভেটেল



11. সম্প্রতি রিনিউ পাওয়ার কোন দেশের সাথে একটি সবুজ হাইড্রোজেন উৎপাদন সুবিধা স্থাপনের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে?

উত্তর:- মিশর

12. সম্প্রতি কে এর নিফটি আইটি ইনডেক্স ফান্ড চালু করেছে ?

উত্তর:- ICICI Prudential Mutual Fund

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।