30th August 2023 Current Affairs in Bengali Quiz | 30th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th August 2023 Current Affairs in Bengali Quiz | 30th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th August 2023 Current Affairs in Bengali Quiz | 30th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

30th August 2023 Current Affairs in Bengali Quiz | 30th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্বের প্রথম ‘স্পটলেস জিরাফ’ কোন দেশে জন্মগ্রহণ করেছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

2. বিগত 40 বছরে গ্রিস সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হলেন কে?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

3. সম্প্রতি প্রকৃতি, গাছ এবং ভূরাজনীতির উপর তিনটি নতুন বই প্রকাশ করেছেন কে?

উত্তর:- PS শ্রীধরন পিল্লাই

4. সম্প্রতি কোন রাজ্য সরকার 1 লিটারের কম প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে?

উত্তর:- আসাম সরকার

5. স্মার্ট সিটিস পুরষ্কার 2022 এ কোনটি “সেরা শহর” হিসেবে পুরস্কৃত হয়েছে?

উত্তর:- ইন্দোর

6. স্মার্ট সিটিস পুরষ্কার 2022 এ কোনটি ভারতের সেরা রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

7. ISRO-এর চাঁদে পরবর্তী মিশন জাপানিদের সাথে হতে চলেছে, সেই মিশনের নাম কী হতে চলেছে?

উত্তর:- LUPEX.

8. গ্রিসের “গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনারে” সম্প্রতি কাকে সম্মানিত করা হলো?

উত্তর:- প্রধানমন্ত্রী মোদী

9. কম্পিউটার কোড লিখতে সহায়তা করার জন্য কোন কোম্পানি ‘কোড লামা’ এআই মডেল প্রকাশ করার কথা ঘোষণা করেছে?

উত্তর:- Meta

10. সম্প্রতি 103 বছর বয়সে প্রয়াত হলেন C রাধাকৃষ্ণ রাও, তিনি কে ছিলেন?

উত্তর:- ভারতের অন্যতম সেরা গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।